পছন্দের কোর্সে ভর্তি হোন

এখনই সময় পরিবর্তনের। আর সময় নষ্ট না করে আপনার যে বিষয়ের উপরে আগ্রহ আছে সেই বিষয়ের পছন্দের কোর্সে ভর্তি হয়ে নিজেকে দক্ষভাবে গড়ে তুলুন। ফ্রীলান্সিং এবং দেশি-বিদেশি কোম্পানিতে জব করে নিজেকে প্রতিষ্ঠিত করুন। দেশের অর্থনীতিতে অবদান রাখুন এবং বেকারমুক্ত দেশ গড়ুন।

পছন্দের কোর্সে ভর্তি হতে নিচের ধাপগুলো ফলো করে ভর্তি নিশ্চিত করুন।

১। কোর্সে ভর্তি হওয়ার আগে পছন্দের কোর্সের বিস্তারিত দেখে নিন। যদি কিছু জানার থাকে সরাসরি আমাদের প্রতিনিধির কাছে থেকে জেনে ভর্তির সিদ্ধান্ত নিন।

২। শুধু নিচে দেওয়া প্রদও একাউন্টগুলো থেকেই আমরা পেমেন্ট গ্রহন করি। এর বাইরে কোন একাউন্টে পেমেন্ট করবেন না। কোন থার্ড পার্টির মাধ্যমে পেমেন্ট করে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন৷ প্রয়োজনে আমাদের কাস্টমার প্রতিনিধির সাহায্য নিন।

৩। আপনার পেমেন্ট একাউন্ট নাম্বার এবং ট্রানজেকশন আইডি সংগ্রহন করুন। যা নিচের ভর্তি ফরম পূরন করতে প্রয়োজন হবে।

৪। পেমেন্ট সফল হলে নিচের ভর্তি ফরমটি মনোযোগ সহকারে সঠিক তথ্য দিয়ে পূরন করে সাবমিট করুন। অবশ্যই আপনার কাছে থাকা সচল ইমেইল এবং ফোন নাম্বার দিয়ে আবেদন করুন। ফরম সাবমিট করার কিছুক্ষনের মাঝে আপনার ই-মেইলে ভর্তি স্লিপ এবং পেমেন্ট স্লিপ সহ ইমেইল এবং আপনার ফোনে মেসেজের মাধ্যমে ভর্তি কনফার্মেশন মেসেজ পাঠানো হবে। ধন্যবাদ।

পেমেন্ট করুন

আমরা যে সকল একাউন্ট নাম্বার থেকে পেমেন্ট গ্রহন করি।

bkash - CodeClub IT Institute

017 78 49 26 74

Nagad - CodeClub IT Institute

017 78 49 26 74

ভর্তি ফরম পূরণ করুন

ভর্তি ফরম পূরন করে আপনার সিট নিশ্চিত করুন।
 

সকল কোর্সে ভর্তি চলছে ...

আর সময় নষ্ট না করে ক্যারিয়ার গড়ার লক্ষে ভর্তি হয়ে যান আপনার পছন্দের যে কোন কোর্সে।