আপডেটেড কারিকুলামে দক্ষ মেন্টররাই কোডক্লাব আইটি ইন্সটিটিউটের অমূল্য সম্পদ। দীর্ঘদিন যাবত এই মেন্টরদের পরিচালনায় আমাদের শিক্ষার্থীরা দেশে-বিদেশে কোম্পানির সাথে কাজ করে ইনকাম করে সুন্দর ক্যারিয়ার গড়ছে। আর আমরাও পেয়েছি সুনাম। ক্লাসে এবং ক্লাসের বাইরে যেকোনো দরকারে আমাদের এই বন্ধুসুলভ মেন্টররা শিক্ষার্থীদের সহযোগিতার করে থাকে।